ফেসবুক এ নিজের নিরাপত্তা নিজেই গড়েতুলুন |


ফেসবুক এ নিজের নিরাপত্তা নিজেই গড়েতুলুন। আজ কাল ফেসবুক এর মাধ্যমে অনেক অপরাদ মূলক কাজ সংগঠিত হচ্ছে, কেউবা আবার নিজের অজান্তেই সেই কাজের সাতে জড়িয়ে যাচ্ছে। আর নই নিজের অজান্তেই এই জরা জরি। এবার আসল কথাই আসা যাক,- অনেক সমই দেখা যাই আমার আইডি থেকে অন্য একটা ছবি তে Tag হইছে, অথচ আমি সেই ছবিতে Tag করিনি। সেই ক্ষেত্রেরে কি করব। এখন থেকে আর তা হবে না। এখন আপনিই ঠিক করবেন যে আপনি কোন ছবি তে Tag করবেন। এ জন্য আপনাকে যা করতে হবে। Privacy setting গিয়ে Timeline and Tagging এ Edit setting এ ক্লিক করুন। এবার Review posts friend tag you in before they appear on your timeline এর পাশে off থাকলে on করে দেন। এবার Done করে বেরিয়ে আসুন। আপনার কাজ শেষ। এবার নাকে তেল দিয়ে Face Book চালান । thanks boss.keep visiting

No comments:

Post a Comment