ফেসবুকে
ঢুকলেই শুধু পেজের বিজ্ঞাপন আর বিজ্ঞাপন ! বিজ্ঞাপন দেখতে দেখতে মাথা গরম হয়ে যাবার দশা তাই বসে পরলাম এতো বিজ্ঞাপন না দিয়ে কিভাবে আপনি আপনার পেজের মেম্বার বা লাইক বারাবেন সে সম্পর্কে লিখতে । ফেসবুকে আপনার
পেজের মেম্বার যত বেশি, আপনি প্রতিদিন ততো বেশী লাইক পেতে থাকবেন । অর্থাৎ সকলের
আকর্শন হল বড় বড় পেজ গুলোর প্রতি । সবাই ই কোন পেজে জয়েন করার আগে দেখে নেয়
পেজের
মেম্বার কত ? যদি বেশী না হয় তাহলে ওই
পেজে কেও লাইক করতে আগ্রহী নয় । কারন যত মেম্বার বেশী ততো ফান ততো এক্টিভ পেজ
। তাই পেজের
মেম্বার বা লাইক এর পরিমান বারাতে হলে আপনাকে অন্তত ১,০০০ এর কোঠা ছারাতে হবে
। ১,০০০ মেম্বার হয়ে গেলে দেখবেন অন্যান্য পেজের এডমিন রাও
আপনার
সাথে প্রমোট এক্সচেঞ্জ করতে আগ্রহী হচ্ছে । এবং মেম্বার রাও নির্দিধায় লাইক দিচ্ছে আপনার
পেজে। তাই আপনার ছোট বা বড় পেজটিতে প্রতিদিন ২০-১০০ টি বা এর ও বেশী লাইক পেতে সাহায্য করবে "ফেনস্লেভ" নামক একটি সাইট। এরা আপনার পেজের বিজ্ঞাপন দিবে এবং আপনাকে কিছু পেজ লাইক করতে বলবে । আপনি ওদের পেজ
গুলো লাইক করলেই পয়েন্ট পাবেন এবং ক্রেডিটও পাবেন । ওই পয়েন্ট বা
ক্রেডিট
গুলোর বিনিময়ে সকলে আপনার পেজ লাইক করবে । অর্থাৎ গিভ এন্ড টেক বা এক্সচেঞ্জ । আপনি কিছুখন পর পর ওদের পেজ লাইক করে পয়েন্ট বারাবেন আবার ওই পয়েন্টের বিনিময়েন অন্যরা আপনার পেজে লাইক দিতে থাকবে । আর হা আপনি ইচ্ছা করলে আপনার এই ক্রেডিট পেজের লাইক এর বিনিময়ে খরচ না করে পে-পাল বা মানি বুকারস এর মাদ্ধমে কেশ
আওট
করতে পারবেন । যাই হোক এখন কাজের কথায় আসি, চলুন শুরু করা যাক
। প্রথমে
প্রবেশ
করুন। তারপর নিচের ছবিটির মতো "Join Now!" ক্লিক করে রেজিস্ট্রেশন করুন ।
রেজিস্ট্রেশন
করা হলে আপনার ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে লগিন করুন । লগিন করার পর নিচের ছবিটির মতো
Connect ক্লিক করুন । তাহলে
এটি আপনার ফেসবুক একাওন্টের সাথে যুক্ত হবে
।
keep visiting.thanks boss
No comments:
Post a Comment