প্রধান কারিগরি কর্মকর্তা ব্রেট টেইলর এবার ফেইসবুক ছেড়ে চলে গেলেন | Social Network


প্রযুক্তিবিশ্বে ফেইসবুকের আজকের যে প্রতাপ, তার অন্যতম কারণ এর নান্দনিক কারিগরি সুবিধা। কারিগরি দিক যে দলটি সামলায় তাদের নেতা, প্রধান কারিগরি কর্মকর্তা ব্রেট টেইলর এবার ফেইসবুক ছেড়ে চলে গেলেন। বন্ধুর সঙ্গে মিলে একটি নতুন প্রতিষ্ঠান গড়ার লক্ষ্যে তিনি প্রতিষ্ঠানটি ছেড়েছেন বলে জানা গেছে।
প্রসঙ্গে ফেইসবুকের প্রধান নির্বাহী মার্ক জুকারবার্গ ইমেইলে এএফপিকে জানান, ব্রেটের কাছ থেকে ফেইসবুক অনেক কিছু পেয়েছে। তার সঙ্গ আমরা উপভোগ করেছি। ফেইসবুকে তার অবদান আমরা আনন্দচিত্তে স্বীকার করছি। তার নতুন প্রকল্পের জন্য শুভ কামনা রইল।'
ব্রেট বলেন, 'ফেইসবুক ছেড়ে যেতে আমার খুব খারাপ লাগছে। আবার বন্ধু কেভিন গিবের সঙ্গে নতুন প্রকল্প শুরু করতে পারব ভেবে আনন্দও লাগছে।'
জুকারবার্গ সম্পর্কে তিনি বলেন, সে শুধু আমার বস নয়, ছিল আমার কাছের বন্ধুদের একজন।
ব্রেট কি নিয়ে কাজ করবেন তা অবশ্য এখনো খোলাসা করে বলেননি। 
 সূত্র : ইন্টারনেট

No comments:

Post a Comment